img

'সিটি অব গোল্ড' নামে খ্যাত দুবাই বিশ্বের অন্যতম বিলাসবহুল স্থাপত্যের লীলাভূমি। চোখধাঁধানো শপিংমল এবং সুউচ্চ দালান থেকে শুরু করে মানবসৃষ্ট দ্বীপপুঞ্জ- আমিরাতি এই শহরে সকল পর্যটকের জন্যই আছে নানবিধ আয়োজন। শুধু স্থাপত্যশৈলীই নয়, সংস্কৃতির চর্চায়ও বেশ এগিয়ে আছে শহরটি। চাকচিক্যে পরিপূর্ণ দুবাই তাই হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আল্টিমেট টুরিস্ট ডেস্টিনেশন।  

৩৫ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই শহরটিকে ঘিরে ইতোমধ্যেই আবর্তিত হয়েছে নানা ধরনের ভ্রমণ পরিকল্পনা এবং টুরিস্ট অ্যাক্টিভিটি, এতে করে কোন স্পটটি আগে ঘুরবেন কিংবা কোনটা রেখে কোনটা ঘুরবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যাওয়াই স্বাভাবিক। 

তাই পর্যটকদের সুবিধার্থে আজকের ট্রাভেল গাইডে আমরা দেখে নিবো দুবাইয়ের ১০টি টপ টুরিস্ট ডেস্টিনেশন যা আপনার দুবাই ভ্রমণকে স্মরণীয় করে তুলবে।